আন্ধারমানিকে জেলেদের জালে পোয়া মাছের বিশাল ঝাঁক
২৬ জুন ২০২০ ১৭:৩৯
কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পরেছে ৫০ মণ পোয়া মাছ। শুক্রবার (২৬ জুন) সকালে স্থানীয় বাজারে মাছগুলো নিলামে বিক্রি করা হয়।
ট্রলার মালিক মো. সহিদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে কলাপাড়ার বালিয়াতলী নির্মাণাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন আন্ধারমানিক নদীর বাঁকে ট্রলারে থাকা ৭ জন জেলেদের নিয়ে জাল ফেলি। শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে ট্রলারের সবাই বিস্মিত হই। দেখি আমাদের জালে পোয়ার একটি বিশাল ঝাঁকের কিছু অংশ ধরা পরেছে।’
তিনি আরও জানান, প্রতিটি পোয়া মাছের ওজন ৩০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত। পরে দ্রুত জাল তুলে তারা একটি ছোট্ট ট্রলারে মাছ নিয়ে কলাপাড়া মাছ বাজারে আসেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. মাহবুব সিকদার বলেন, ‘আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রকাশ্য নিলামে ৪০০ টাকা কেজি দরে মাছগুলো কিনেছি। স্থানীয় বাজারে অল্প কিছু মাছ বিক্রি করা হয়েছে। বাকি মাছ বরিশাল পোর্ট রোড মাছের আড়তে পাঠানো হয়েছে।’