Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে বেড়ে চলছে করোনা রোগী, লোহাগড়া পৌর এলাকা লকডাউন


২৬ জুন ২০২০ ১৮:২৭

নড়াইল: জেলার সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমানসহ ২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। করোনা রোগির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগড়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের এ ঘোষণা দেন। তবে লকডাউন চলাকালে লোহাগড়া পৌর এলাকার কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা চালু থাকবে।

এদিকে করোনাভাইরাস বিস্তারের পর থেকে গত ২৪ ঘণ্টায় নড়াইলে সর্বোচ্চ সংখ্যক ২৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন। এর মধ্যে সদর ও কালিয়া উপজেলায় পাঁচজন করে এবং লোহাগড়ায় ১৫জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। আক্রান্তরা নিজদের বাড়িতে আইসোলেশনে আছেন।

অন্যদিকে, হাইওয়ে পুলিশের ১৬ সদস্য, আটজন চিকিৎসকসহ এখন পর্যন্ত নড়াইলে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আট চিকিৎসকসহ ৪৫ জন রোগী সুস্থ হয়েছেন এবং ছয়জন মারা গেছেন।

করোনা নড়াইল লকডাউন লোহাগড়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর