Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাল্যবিবাহের হার কমছে: ইউনিসেফ


৬ মার্চ ২০১৮ ১৬:২১

সারাবাংলা ডেস্ক

সারা পৃথিবীতে উল্লেখযোগ্য হারে বাল্যবিবাহের হার কমেছে, তথ্য জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের।
ইউনিসেফের এক গবেষণা থেকে জানা গিয়েছে, গত দশকে, সারা পৃথিবীতে প্রায় ২ কোটি ৫০ লক্ষ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে।
এখনও প্রতি পাঁচজন মেয়ের একজনের ১৮ বছর পূর্ণ করার আগেই বিয়ে হয়ে যায়। জাতিসংঘ তারপরেও এই সংখ্যাকে ভালো বলছে কারণ, গত দশকে এই সংখ্যা ছিল প্রতি চারজনে একজন।

বাল্যবিবাহ রোধে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। শিক্ষার প্রসারের মাধ্যমে ভারত এই অবস্থানে পৌঁছেছে বলে ধারণা করা। তবে বাল্যবিবাহের ক্ষতির প্রচারণাও এ ক্ষেত্রে ভালো প্রভাব রেখেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আফ্রিকাতে বাল্যবিবাহের হার এখনও অনেক বেশি। এর মধ্যেও ইথওপিয়া বাল্যবিবাহের হার এক তৃতীয়াংশে নামিয়ে এনেছে।

আঞ্জু মালহোত্রা ইউনিসেফের প্রধান জেন্ডার উপদেষ্টা বলেন, বাল্য বিবাহ একটি শিশুর জীবন পুরো বদলে দেয়, তাই এই সংখ্যা যতটুকুই কমুক তা একটি সুসংবাদ। তবে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

তিনি আরও বলেন, একটি মেয়ে যখন বাল্যবিবাহে বাধ্য হয় তখন সে এর প্রভাব জীবনভর ভোগ করে।

যখন একটি মেয়ের স্কুল শেষ করার হার কমে যায় তখন স্বামীর হাতে নির্যাতিত হওয়া এবং গর্ভকালীন জটিলতা ভোগ করার হার বেড়ে যায়। বাল্য বিবাহের অনেক সামাজিক প্রভাব রয়েছে এ ছাড়াও বাল্য বিবাহের ফলে একটি দারিদ্র চক্রের সূত্রপাত হয় যার প্রভাব কয়েক প্রজন্ম ভোগ করে।

রিপোর্টটি বলছে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে বাল্য বিবাহের বাড়ছে, সেখানে জনসংখ্যা রোধ করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

ইউনিসেফ বলছে, এখন সেখানে প্রতি তিনজনের একজন বাল্য বিবাহের শিকার, আগে তা প্রতি পাঁচজনে একজন ছিল।
বিশ্ব নেতৃত্ব ২০৩০ এর মধ্যে বাল্যবিবাহ বন্ধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দিয়ে অঙ্গীকারাবদ্ধ।

মালহোত্রা জানিয়েছেন সেই লক্ষ্য পূরণে পদক্ষেপ নিতে হবে যেন এই বিপদজনক প্রথার মাধ্যমে শত লক্ষ মেয়ের শৈশব চুরি না হয়ে যায়।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর