করোনার প্রভাব কাটিয়ে অর্থনীতি সচলে ৫ প্রস্তাব: সিআরআই’র গবেষণা
২৭ জুন ২০২০ ০২:১৯
ঢাকা: করোনা পরিস্থিতিতে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক মন্দা। মহামারি চলাকালীন ও তার পরবর্তী সময়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য ৫টি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। বলা হয়েছে, এসব প্রস্তাব বাস্তবায়নে এক বছরের মধ্যে এই সমস্যাকে কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব।
যেসব খাতে প্রচুর শ্রমিক আছে সেগুলোতে প্রণোদনা বাড়ানো যেতে পারে বলে দেওয়া হয়েছে প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাবে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার বিষয়ে গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয় প্রস্তাবে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থের জোগান সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থ প্রস্তাবে স্বাস্থ্যসেবা কর্মী ও ফিরে আসা প্রবাসীদের দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়ার বিষয়ে বলা হয়েছে। পঞ্চম প্রস্তাব হলো, স্থানীয়ভাবে কর্মসংস্থান ও অর্থনৈতিক গতি আনতে ‘আমার গ্রাম-আমার শহর’ প্রকল্পকে ফাস্ট ট্র্যাকে নেওয়া।
‘বাংলাদেশ এ্যাট ওয়ার্ক: জব ক্রিয়েশন এ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ইন দ্য এরা অফ কোভিড-১৯’ শিরোনামের গবেষণা প্রবন্ধে দাবি করা হয়েছে, এক বছরের মধ্যে এই সমস্যাকে কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব। সিআরআই এর জন্য যৌথভাবে গবেষণাটি করেছেন ইমরান আহমেদ ও সৈয়দ মফিজ কামাল।
গ্রামে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হলে শহরমুখী মানুষের ঢল কমবে বলেও আশা প্রকাশ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে। এক বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে খুব দ্রুত মানুষ কর্মসংস্থান ফিরে পাবে এবং অর্থনৈতিক চাকাও দ্রুত গতিতে সচল হবে বলে গবেষকরা আশা প্রকাশ করেন।