Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাতিরঝিলের মতো হবে রাজধানীর সব খাল’


২৭ জুন ২০২০ ১৫:৪৮

ঢাকা: রাজধানী ঢাকার বেদখল ও ভরাট হওয়া সব খাল উদ্ধার করে সংস্কারের মাধ্যমে হাতিরঝিলের আদলে গড়ে তুলতে সরকারের পরিককল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন কবরস্থানের পূর্বপাশে (লা মেরিডিয়ান হোটেলের বিপরীত দিকে) ডিএনসিসি বাস্তবায়িত হজ ক্যাম্প থেকে বনরুপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দ্রুততম সময়ের মধ্যে সিভিল এভিয়েশনের জায়গায় খাল খনন করায় মেয়রকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘মেয়র এখানে নমুনা প্রদর্শন করেছে। অনেক সময় অনেকে বলেছে, বলাটা সহজ কিন্তু আমাদের মধ্যে না পারার প্রবণতা আছে। আমাদের হাতিরঝিল সৃষ্টি হয়েছে। সঠিক নেতৃত্ব যদি থাকে এসব জায়গাও হাতিরঝিলের মতো হবে। তাতে যানজট কমবে। আমরা নৌপথ সৃষ্টি করতে পারব।’

তিনি আরও বলেন, ‘ঢাকার নদী খাল নিয়ে মাস্টারপ্ল্যান করা হয়েছে। সেই মাস্টারপ্ল্যানে ৩৯টি খালের অস্তিত্ব নির্ধারণ করেছি। বুড়িগঙ্গা বালু নদীসহ সব নদী সংস্কার করার জন্য। একটু সময় লাগবে। তবে টেমস নদীর মতো ৪০ বছর লাগবে না। আমরা উন্নত প্রযুক্তির সহায়তায় দ্রুতই এসব নদী খনন করে স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে পারবো। প্রতিটি মিনিট ভালো কাজে লাগাতে পারলে উন্নত হতে সময় লাগবে না।’ এসময় মন্ত্রী ভালো কাজের প্রস্তাব নিয়ে এলে সাধ্যমত চেষ্টা করার আশ্বাস দেন মেয়রকে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘গত বছর এডিস মশার কথা সবার মনে আছে। এবার অনেক বিশেষজ্ঞররা বলেছিলেন এবার ৩ থেকে ৪ গুণ বেশি হবে। আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, বলেছি আমরা প্রস্তুত আছি। তাতে এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমরা সফলতার একটায় জায়গায় আছি। কারণ আমরা সঠিক পথে আছি। আমাদের ইচ্ছা আছে আমাদের সৎ উদ্দেশ্য আছে। আমরা কাজ করছি।’

জোনভিত্তিক লকডাউনের বিষয়ে তিনি বলেন, ‘এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। তারা বললে আমরা বাস্তবায়ন করবো। তারা ঠিক করে দিলেই আমরা করতে পারবো। তাদের বিশেষজ্ঞরা রয়েছেন তারাই ভাল বলতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত সিভিল সার্কেল) খন্দকার মাহবুব আলম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈমসহ অন্যরা।

খাল উদ্ধার বেদখল হাতিরঝিল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর