Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ভুয়া রিপোর্ট: জেকেজির আরিফুলসহ ৪ জন কারাগারে


২৭ জুন ২০২০ ১৭:৩৪

ঢাকা: করোনাভাইরাসের পরীক্ষার নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৭ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় দুই দিনের রিমান্ড শেষে ওভাল গ্রুপের সিইও আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, বিপ্লব দাস ও মামুনুর রশীদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেঁজগাও থানার এসআই দেওয়ান মো. সবুর। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এর আগে, গত ২৪ জুন এ চার আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন মামলাটিতে হুমায়ুন কবির এবং তার স্ত্রী তানজীনা পাটোয়ারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন বাড়িতে গিয়ে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতো এবং ভুয়া রিপোর্ট দিতো আটক ব্যক্তিরা। আটকের পর বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

আরিফুল করোনাভাইরাস জেকেজি ভুয়া সনদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর