Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দিতে নির্দেশনা চেয়ে রিট


২৮ জুন ২০২০ ১৫:০৯

ঢাকা: সংক্রমণ রোধে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

রোববার (২৮ জুন) জনস্বার্থে হাইকোর্টে এ রিট দায়ের করেন তিনি। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

পরে আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বলেন, করোনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত উপসর্গবাহী ব্যক্তি জানতেই পারেন না যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না। তিনি করোনায় আক্রান্ত হলেও দীর্ঘ সময় রিপোর্ট না পেলে তার মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার করে রিপোর্ট দিলে সেই রিপোর্টে ওই ব্যক্তি করোনা পজিটিভ হলে তিনি নিজেই সাবধানে থাকবেন। এ কারণে করোনা সংক্রমন কমাতে দ্রুত টেস্টের বিকল্প নেই। তাই টেস্ট করার পর দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি।

বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে।

করোনা পরীক্ষা করোনা পরীক্ষার রিপোর্ট টপ নিউজ রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে রিট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর