Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ফেসবুক পেজে অভিযোগ, মানবপাচারকারী গ্রেফতার


২৮ জুন ২০২০ ১৭:২৬

ঢাকা: ভিয়েতনামে নির্যাতনের শিকার একজন যুবকের অভিযোগের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সো‌হেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি ভিয়েতনাম থেকে একজন ভুক্তভোগী বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ফেসবুক পেজের মেসেঞ্জার ইনবক্সে জানান যে, তারই এলাকার মানব পাচারকারী চক্রের দালাল কাজী সালেহ আহাম্মদ ওসমানীর (মাসা) মাধ্যমে উচ্চ বেতনের চাকুরির আশ্বা‌সে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে কিছুদিন পূর্বে ভিয়েতনামে আসেন। ওই দালাল তাকে আশ্বাস দিয়েছিলেন যে, কোম্পানি তাকে সরাসরি এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে, তার থাকা-খাওয়া এবং চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে এবং মাসে ৬৫০ ডলারের সমপরিমাণ বেতন দেবে।’

বিজ্ঞাপন

মো. সো‌হেল রানা বলেন, ‘কিন্তু, ভিকটিম ভিয়েতনামে পৌঁছানোর পর দেখতে পান যে, এর কোনো কিছুই সত্য নয়, তাকে এয়ারপোর্ট থেকে কেউ নিতে আসেনি, থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমনকি চাকরিরও কোনো খবরই নেই। বরং সেখানে পৌঁছার পর তার ওপর শুরু হয় নানারকম নির্যাতন। এমন পরিস্থিতিতে ভিকটিম দেশে ফেরার জন্য দালালের সঙ্গে যোগাযোগ করলে দালাল তাকে জানায় যে, তার (দালালের) কাজ ছিল তাকে (ভিকটিমকে) ভিয়েতনামে পৌঁছানো, এখন আর তার আর কোনো দায়িত্ব নেই। বর্তমানে উক্ত ভিকটিম ভিয়েতনামে মানবেতর জীবন যাপন করছেন।’

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপারকে অবহিত করে। জেলা পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রে‌ক্ষি‌তে, জেলা গোয়েন্দা পুলিশ দালাল চক্রের সদস্য কাজী সালেহ আহাম্মদ ওসমানীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দালাল ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার পাচারকারী পুলিশ ফেসবুক মানব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর