ঢাকা: রাজধানীর সদরঘাট শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম সারাবাংলাকে জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা লঞ্চডুবির খবর পায়। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাঁচজন ডুবুরিও রয়েছে।
লঞ্চডুবির খবর পেয়ে সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার অভিযানে নৌ পুলিশের সদস্যরাও সহায়তা করছেন। এছাড়া নারায়ণগঞ্জ থেকে উদ্ধাকারী একটি লঞ্চ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।