Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শফিক রেহমানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


৬ মার্চ ২০১৮ ১৭:৫৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় শফিক রেহমানসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারি জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মার্চ) এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারির আদালত গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানা জারিকরা অপর তিন আসামি হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ  সিজার ও মিজানুর রহমান ভুঁইয়া। এ তিন জনকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।

এ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান জামিনে আছেন।

আদালতের পল্টন থানার জিআর শাখার কর্মকর্তা জাহিদ মিয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান এর আগে জামিনে ছিলেন। তবে মঙ্গলবার তিনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিকে একই মামলায় মাহমুদুর রহমান আদালতে হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

মামলার নথি থেকে দেখা যায়, জাসাসের সহসভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন, দেশ ও দেশের বাইরের ষড়যন্তকারীদের সহায়তার জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে বলে অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

অভিযুক্ত আসামিরা হলেন, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস-এর সহসভাপতি মোহাম্মদ উল্লাহ, সাইফুল আহমেদ, শফিকউর রহমান, মিজানুর রহমান।

বিজ্ঞাপন

বর্তমানে মোহম্মদ উল্লাহ ও শফিকউর রহমান জামিনে আছেন। আর সাইফুল ইসলাম ও মিজানুর রহমান পলাতক আছেন।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর