Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী আর নেই


২৯ জুন ২০২০ ১৪:১৩

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। আজ (২৯ জুন) সকাল সাড়ে নয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার কোভিড-১৯ ধরা পড়ে। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর ভাই। কামাল নাসের চৌধুরী বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১ জানুয়ারি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

টপ নিউজ প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর