Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় বাড়ছে পানি, সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন শুভগাছা ইউনিয়ন


২৯ জুন ২০২০ ১৬:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: যমুনা নদীতে দ্রুত গতিতে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের কাজিপুরে শুভগাছা পাকা সড়ক তলিয়ে গেছে। এর ফলে আশপাশের এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে ডুবে গেছে শতাধিক বাড়িঘর। এ অঞ্চলের ২ হাজার মানুষ এরইমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে।

সোমবার (২৯ জুন) শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান জানান, রতনকান্দি হাটখোলা থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের পাকা সড়ক বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে ইউনিয়নের ২ হাজার মানুষ। এতে রতনকান্দি থেকে শুভগাছা ইউনিয়ন পরিষদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিজ্ঞাপন

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘যমুনার পানি উপচে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বপাশে শুভগাছা-রতনকান্দি হাটখোলা পাকা সড়ক ডুবে গেছে। এ ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে এসব চাল বিতরণ করা হবে।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, যমুনার পানি কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরে ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ ঘণ্টায় ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও তিনদিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

পাকা সড়ক বন্যার পানি যমুনা শুভগাছা