Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গেদু চাচা’ আর নেই


২৯ জুন ২০২০ ১৮:৪৭

ঢাকা: আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক ও মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক মারা গেছেন। ‘গেদু চাচার খোলা চিঠি’ নামে কলাম লিখে তিনি সাধারণ মানুষসহ সাংবাদিক মহলেও ‘গেদু চাচা’ পরিচয়েই বিখ্যাত হয়ে ওঠেন।

সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় রাজধানীর বাড্ডাতে বেসরকারি এ এম জেড হাসপাতালে মোজাম্মেল হক মারা যান বলে তার পরিবার জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, খোন্দকার মোজামেল হক গত ২৭ জুন রাতে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে এ এম জেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খোন্দকার মোজাম্মেল হক সম্পাদিত সাপ্তাহিক আজকের সূর্যোদয় ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধেও সংগঠক হিসেবে ভূমিকা রেখেছেন সম্মুখ সমরে।

মোজাম্মেল হক ওরফে ‘গেদু চাচা’ চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিইও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজকের সূর্যোদয় আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক গেদু চাচা গেদু চাচার খোলা চিঠি টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর