হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১
৩০ জুন ২০২০ ১০:৪৫
নোয়াখালী: হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলারডুবিতে ১ জন নিহত ও ১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মৃত মো. রাসেল উদ্দিন বেচু (২৫) আমতলী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলার ছেলে আর নিখোঁজ মো. সোহাগ (১৫) একই বাজারের কাঁকড়া ব্যবসায়ী জাবের বেপারীর ছেলে। উভয়ের বাড়ি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোর ৪টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝির ট্রলারযোগে নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে মো. রাসেল উদ্দিন বেচু নামে একজনের মৃতদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং মো. সোহাগ নামে একজন নিখোঁজ রয়েছে।