Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের কণ্ঠের সম্পাদককে তারেক রহমানের আইনি নোটিশ


৩০ জুন ২০২০ ১৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি শীর্ষক সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির সম্পাদককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি তারেক রহমানের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ২৩ জুন দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে জনৈক ব্যক্তির রেফারেন্সে তারেক রহমান ও হাওয়া ভবনকে জড়িয়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানহানি হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে পত্রিকাটিতে তারেক রহমান সম্পর্কে যা ছাপানো হয়েছে তা প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ করতে ব্যর্থ হলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পত্রিকাটিতে আরেকটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যথায় বিবাদীর বিরুদ্ধে সিভিল ও ফৌজদারি মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশ কালের কণ্ঠ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর