‘সড়কের কাজে অহেতুক দেরি হচ্ছে, কাজের মানও রক্ষা হচ্ছে না’
৩০ জুন ২০২০ ১৯:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে অহেতুক দীর্ঘসূত্রিতা, মানহীন কাজ এবং সরকারের সেবামূলক কাজকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন খোদ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি এজন্য ‘সিন্ডিকেটকে’ দায়ী করে তাদের আইনের আওতায় আনার কথাও বলেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ নিমতলা থেকে পোর্ট কানেকটিং সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন।
চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনের জন্য ছয় লেনের এই সড়কের গুরুত্বের কথা তুলে ধরে মেয়র বলেন, ‘এই সড়ক দিয়েই বন্দর থেকে প্রতিদিন পণ্য, কনটেইনারবাহী পরিবহন ঢাকাসহ দেশের নানাপ্রান্তে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে দুর্ভোগ এবং হয়রানি পোহাতে হচ্ছে। অথচ এটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য পরিবহনে গতিশীলতা ফিরে আসবে।’
এসময় মেয়র সরকারের সেবামূলক কাজকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ তুলে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান সড়ক নির্মাণ ও সংস্কার কাজে অহেতুক দেরি লক্ষ্য করছি। কাজের মান রক্ষা করা হচ্ছে না। এই কার্যকলাপ জনস্বার্থ বিরোধী এবং শাস্তিযোগ্য। যারা ইচ্ছাকৃতভাবে এসব কার্যকলাপে লিপ্ত তাদের আইনের আওতায় আনা হবে।’
‘করোনাকালে অসৎ প্রকৃতির স্বার্থপর গোষ্ঠী ও সিন্ডিকেট লুন্ঠন প্রবৃত্তিতে লিপ্ত। এরা সরকার ও জনগণের শত্রু। করোনা অদৃশ্য শত্রু, তাই ধরাছোঁয়ার বাইরে। কিন্তু যারা দৃশ্যমান শত্রু তাদেরক ঘায়েল করার ক্ষমতা সরকার ও জনগণের আছে। এই শত্রুকে নির্মূল করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।’ বলেন মেয়র
আগামী নভেম্বরের মধ্যে এই সড়কের কাজ শেষ করে যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মেয়র।
এসময় সিটি মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান উপস্থিত ছিলেন।