Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিগার জহর: পাকিস্তানের ১ম নারী লেফটেন্যান্ট জেনারেল


১ জুলাই ২০২০ ০৬:৪৬

পাকিস্তান আর্মির ইতিহাসে প্রথমবারের মতো মেজর জেনারেল পদ থেকে পদোন্নতি পেয়ে নারী লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন ডা. নিগার জহর খান। খবর ডন।

মঙ্গলবার (৩০ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী যোগাযোগ পরিদফতরের (আইএসপিআর) তরফ থেকে এক টুইটার বার্তায় এ কথা জানানো হয়েছে।

এদিকে, পাকিস্তানি আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছেন, নিগার জহরকে এর আগেও পাকিস্তান সেনাবাহিনীর প্রথম সার্জন জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অন্যদিকে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানাচ্ছে, সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল নিগার জহরের বাবা কর্নেল কাদির ছিলেন ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রভাবশালী কর্মকর্তা এবং তার দাদা পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মাদ আমির। ৩০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় নিগার জহর তার বাবা-মা হারান।

১৯৮৫ সালে আর্মি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন নিগার। ২০১৫ সালে লাহোরের ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স থেকে তিনি পাবলিক হেলথে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে নিগার পাকিস্তানের সেনাবাহিনীতে তৃতীয় নারী হিসেবে মেজর জেনারেল পদে যোগ দেন।

এক সরকারি বিবৃতি’র বরাতে ডন জানিয়েছে, নিগার জহর কেবল একজন দক্ষ চিকিৎসক ই নন, তিনি মেধাবী একজন শ্যূটারও বটে । এর আগে, নারী কমান্ডিং অফিসার অফিসে পাক সেনাবাহিনীর একটি মেডিকেল ইউনিটের নেতৃত্বও দিয়েছেন নিগার জহর।

বিজ্ঞাপন

অপরদিকে, পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফসহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ লেফটেন্যান্ট জেনারেল নিগার জহরের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন।

ডা. নিগার জহর খান পাকিস্তান আর্মি লেফটেন্যান্ট জেনারেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর