Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুনটে যমুনার পানি বিপৎসীমার ৬৭ সেমি উপরে, পানিবন্দি হাজারো মানুষ


১ জুলাই ২০২০ ০৮:৪৬

বগুড়া: বগুড়ার ধুনটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (৩০ জুন) সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের আটাচর, শহড়াবাড়ি, বৈশাখী-চর, শিমুলবাড়ি, কয়াগাড়ি, বানিয়াজান, ভান্ডারবাড়ি গ্রাম এবং গোসাইবাড়ি ইউনিয়নের দড়িপাড়া, আওলাকান্দী, গোদাখালী, চন্দনবাইশা গ্রাম তলিয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। নষ্ট হয়েছে শত শত হেক্টর আবাদি ফসল। পরিবার ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এ অঞ্চলের মানুষ। লোকজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিলেও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, ভান্ডারবাড়ির চরাঞ্চলে আষাঢ়ের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ইউনিয়নের আটাচর, শহড়াবাড়ি, বৈশাখী-চর, শিমুলবাড়ি, কয়াগাড়ি, বানিয়াজানে অসংখ্য বাড়ি-ঘরে পানিতে তলিয়ে গেছে। কৃষকের ফসল পানির নিচে। এরই মধ্যে উপজেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনার পানি বাড়ার ফলে এলাকার বাঁধগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

ধুনট বগুড়া বন্যা বিপৎসীমার উপর যমুনার পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর