বরিশালে নতুন শনাক্ত ১৬, মোট আক্রান্ত ১৫৩০ জন
১ জুলাই ২০২০ ১০:২২
বরিশাল: বরিশালে ২৪ ঘণ্টায় নুতন করে আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৬ জন। এছাড়া মারা গেছেন ২৪ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে নয়জনের।
বৃহস্পতিবার (১ জুলাই ) বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা যায়।
এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে বরিশাল মহানগরী ১ হাজার ১৫৫ জন ও সদর উপজেলা ২৫ জন, বাকি ৯টি উপজেলায় ৩৫০ জন। জেলায় মোট ৩৩ জনের মৃত্যু হলেও এখন পর্যন্ত এদের মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
মোট আক্রান্তের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ২০১ জন, জেলা পুলিশে ৫৩ জন, নগর পুলিশ ২০৩ ও রেঞ্জ১০, আরআরএফ ৬, আর্মড ১, নৌ পুলিশ ২, র্যাবের ১৬, এনএসআই ২ এবং বিভিন্ন ব্যাংকের ৩২ জন রয়েছেন।
অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে করোনা ইউনিটে চিকিৎসাধীন বরগুনার বামনার গোলাম মোস্তফা (৬০) নামে একজন বুধবার (৩০ জুন) বিকাল পৌনে ৫টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার রিপোর্ট আসার অপেক্ষোয় আছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন।