Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে


১ জুলাই ২০২০ ১১:০৪ | আপডেট: ১ জুলাই ২০২০ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই বোনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের বাবাই দুজনকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) গভীর রাত থেকে বুধবার ভোরের কোনো একসময় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খুনের শিকার দুই বোন হলো- মুকুন্দ বড়ুয়ার দুই মেয়ে টুকু বড়ুয়া (১৫) এবং নিশি বড়ুয়া (১০)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে জানান, মুকুন্দ বড়ুয়ার স্ত্রী প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। পটিয়ায় তার শ্বশুরবাড়ি।

বিজ্ঞাপন

মুকুন্দ লাইটারেজ জাহাজে চাকরি করতেন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি শুরুর পর তার চাকরি চলে যায়। দুই মেয়েকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে ওঠেন।

ওসি বোরহান বলেন, ‘এলাকার লোকজন বলছেন, দুই মেয়েকে হত্যার পর মুকুন্দ নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। দুই মেয়ের গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। তাদের গলাটিপে মারা হয়েছে। মুকুন্দকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন কি না সেটা নিশ্চিত নয়। মেয়েদের খুনে তিনি জড়িত কি না সেটা আরও তদন্ত করতে হবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইউসুফ সারাবাংলাকে বলেন, ‘প্রতিবেশিরা বলেছেন, মুকুন্দ খুবই রাগী ছিলেন। রাগের মাথায় দুই মেয়েকে খুন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।’

ওসি বোরহান বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ আমরা এখনও নিশ্চিত নই। হয়তো অভাবের কারণে কিংবা শ্বশুরবাড়িতে থাকার হতাশা থেকে হতে পারে। অথবা পারিবারিক ঝগড়া থেকেও হতে পারে। তৃতীয় পক্ষও থাকতে পারে। আমরা তদন্ত করে দেখছি।’

চট্টগ্রাম বাবা মেয়েকে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর