শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
১ জুলাই ২০২০ ১২:৩১
মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের বিকল্প চ্যানেলে একটি ফেরি আটকে যাওয়ায় এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাটে আটকে পড়েছে সাড়ে তিনশ গাড়ি। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ওই পথের যাত্রীরা।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৭ টায় ডুবোচরে ফেরি জাহাঙ্গীর আটকে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবারও ফেরি চলাচল বন্ধ আছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের যে বিকল্প চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল করতো গত রাতে ডুবোচরে জাহাঙ্গীর নামের ফেরি আটকে যায়। ফেরিটি উদ্ধারের কাজ চললেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, এই নৌরুটে ছোটবড় ১৬ টি ফেরি রয়েছে। বর্তমানে ঘাট এলাকায় প্রায় সাড়ে তিনশ যানবাহন রয়েছে পারের অপেক্ষায়।