Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮৬টি কারখানার ৪৪১ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত


১ জুলাই ২০২০ ১৩:৪৩

ঢাকা: দেশের তৈরি পোশাক খাতের ১৮৬টি কারখানায় ৪৪১ জন পোশাক শ্রমিক এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। বুধবার (১ জুলাই) শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশের তথ্যমতে, বিজিএমইএ’র ৭২টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২৬ জন। বিকেএমইএ’র ৩২টি কারখানায় ৯৯ জন। বিটিএমএ’র ৩ টি কারখানায় চারজন। এছাড়া বেপজার ৫৫টি কারখানায় ৭৮ জন ও অন্যান্য ২৭টি কারখানায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বিজ্ঞাপন

অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়ার ৩৪টি কারখানায় ৭৮ জন, গাজীপুরের ৩৯টি কারখানায় ৯৭ জন, চট্টগ্রামের ৫৩টি কারখানায় ৬০ জন, নারায়ণগঞ্জের ৪৫টি কারখানায় ১১৪ জন, ময়মনসিংহের ১৩টি কারখানায় ৮২ জন ও খুলনার ৫টি কারখানায় ১৬ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে ১৮৬টি কারখানায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৪৩ জন। আর মারা গেছেন পাঁচজন।

আক্রান্ত করোনা পোশাক শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর