Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৮০০ ইয়াবাসহ পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান আটক


১ জুলাই ২০২০ ১৬:০৯

নওগাঁ: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ চারঘাট পল্লীবিদ্যুৎ অফিসের দুইজন লাইম্যান ও আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটকেরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের কাইকাউস আহম্মেদের ছেলে আব্বাছ আলী (৩৮) ও তার ছোট ভাই ইয়ানবী আহম্মেদ (৩০) এবং নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকার বছির উদ্দীনের ছেলে তারেক রহমান (২৫)।

তারেক ও আব্বাছ চারঘাট উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত।

রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, রাণীনগর উপজেলার কুজাইল বালিকা বিদ্যালয়ের সামনে মাদক কারবারিরা মাদক বেচা-কেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট পল্লীবিদ্যুৎ অফিসের দুইজন লাইম্যানসহ তিনজনকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান, তারা পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকরির আড়ালে অধিক লাভের আশায় মাদক ব্যবসা করে আসছে। আটকদের বিরুদ্ধে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৮০০ পিস ইয়াবা ইয়াবা জব্দ নওগাঁ পল্লী বিদ্যুৎ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর