Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে রাবি কর্মচারির মৃত্যু


১ জুলাই ২০২০ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের ল্যাব সহকারী মাসুদ রানা (৪৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মাসুদ রানা রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে।

রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল জানান, মাসুদ রানার করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার পরই বলা যাবে।

বিজ্ঞাপন

এদিকে মাসুদ রানার মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উপসর্গ করোনা মৃত্যু রাবি কর্মচারি