প্রণোদনা পেতে দুর্নীতি: কারাগারে হাসপাতাল কর্মচারী
১ জুলাই ২০২০ ১৮:১৬
ঢাকা: সরকারি প্রণোদনা পাওয়ার উদ্দেশ্য করোনাভাইরাসের জাল সনদ তৈরি করে রোগী সাজার অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) বিকেলে রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম এ আদেশ দেন।
এসময় আসামি রাব্বানীকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৯ জুন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটেন ম্যাজিস্ট্রেট।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৮ জুন রেলওয়ে কর্মচারী হাসপাতাল ও তার বাসায় অভিযান চালিয়ে কুতুবকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়। এ ঘটনাশ তার বিরুদ্ধে মুগদা থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।