বিচারকসহ ২ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক
৬ মার্চ ২০১৮ ২০:০২ | আপডেট: ৬ মার্চ ২০১৮ ২০:০৮
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব এবং সাতক্ষীরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারকের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার তাদের সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে চিঠি পাঠানো হয়।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার বিকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আ শ ম ইমদাদুদ দস্তগীর ও সাতক্ষীরা জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক হোসেন আরা আক্তার এর কাছে তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়।
দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ঋতিক সাহা স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, দুদকের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) উপধারা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে উল্লেখিত দুইজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসলে দুদক তা প্রাথমিক যাচাই বাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের উপপরিচালক ঋতিক সাহা বিষয়টি অনুসন্ধানে করছেন।
এ ব্যাপারে অতিরিক্ত সচিব আ.শ.ম ইমদাদুদ দস্তগীর এর মোবাইলে একাধিকার ফোন দেয়া হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/জিএস/জেডএফ