মিয়ানমারে খনিতে ভূমিধস, মৃত ৫০
২ জুলাই ২০২০ ১৪:৪২
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কচিন রাজ্যের হপকান্ত এলাকাস্থ এক রত্ন-খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
ভারি বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
এছাড়াও, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা তার লিন মাউং টেলিফোনে রয়টার্সকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এদিকে এক ফেসবুক পোস্টে ফায়ার সার্ভিস জানিয়েছে, অতিবৃষ্টিতে খনির অভ্যন্তরে ভূমিধসের সৃষ্টি হয়। খনি শ্রমিকরা পাথর সংগ্রহ করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ৫০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, উদ্ধার অভিযান চলছে।
অন্যদিকে, হপকান্তের ওই খনিগুলো থেকে মূল্যবান ‘জেড’ পাথর প্রতিবেশী দেশ চীনে রফতানি করা হয়। বড় কোম্পানিগুলোর অনুসন্ধানের পরও পতিত রত্নের সন্ধানে খনিগুলোতে স্থানীয় শ্রমিকদের দিয়ে সন্ধান করানো হয়। দুর্বল খনি ব্যবস্থাপনার কারণে প্রতিবছরই খনিতে দুর্ঘটনায় পতিত হয়ে শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটে।