রনোকে দেখতে ঢামেকে ডা. জাফরুল্লাহ
২ জুলাই ২০২০ ১৭:০০
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত বর্ষীয়ান বাম নেতা হায়দার আকবর খান রনোকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে তিনি সেখানে যান। বিকেল ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু ছবিসহ তথ্য বিবরণী পাঠিয়ে দেন গণমাধ্যমে।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো গত ২৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরের দিন ২৯ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (০১ জুলাই) দুপুর ১টার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন স্যাচুরেশন উঠানামা করে। জ্বর ছিল ১০২ থেকে ১০৩ ফারেনহাইট। সন্ধ্যা ৭টার দিকে তাকে কোভিড ইউনিটের আইসিইউতে নেওয়া হয়।’
এ খবর জানা পর বৃস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং আইসিও কার্ডিওলজি কেবিনে যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি হায়দার আকবর খান রনোর শয্যা পাশে ৩০ মিনিট সময় পার করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
জাহাঙ্গীর আলম মিন্টু জানান, সদ্য করোনাজয়ী ফুসফুস সংক্রমণে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী বন্ধু প্রতীম হায়দার আকবর খান রনোর হাত ধরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। রনোর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
হায়দার আকবর খান রনোর দ্রুত সুস্থতা কামনা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী তার উদ্দেশে বলেন, ‘তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে জনগণের মুক্তির আন্দোলনে তোমাকে বেঁচে থাকতে হবে।’
এ সময় উপস্থিত চিকিৎসকদের কাছে থেকে হায়দার আকবর খান রোনার চিকিৎসার সব শেষ খবর নেন ডা. চৌধুরী জাফরুল্লাহ চৌধুরী। তার সঙ্গে ছিলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজীব মোহাম্মদ, রেডিওলজি প্রধান অধ্যাপক ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান এবং ডিএমসির কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও চিকিৎসকরা।