Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহ’র ফুসফুসে ৩ রকম জীবাণুর সংক্রমণ


২ জুলাই ২০২০ ২১:৪৬

ঢাকা: করোমুক্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

ডা. মামুন মোস্তাফী বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বর্তামানে নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তার ফুসফুসে তিন রকম জীবাণুর সংক্রমণ পাওয়া গেছে। আজ ঢাকা মেডিকেল কলেজে তার সিটি স্ক্যান (CT Scan) করা হয়। এতে তার ফুসফুসে Multiple Lung Abscess শনাক্ত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে। তবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা তৃতীয়বার অবনতির পরে এখন ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।’

৩ রকম গণস্বাস্থ্য কেন্দ্র জীবাণু ডা. জাফরুল্লাহ চৌধুরী ফুসফুস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর