Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ, ২ গোডাউন সিলগালা


৩ জুলাই ২০২০ ১০:১৯

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গোডাউনে মজুদ রাখা বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে। অবৈধভাবে এসব চাল ও গম মজুদ রাখায় দুটি গোডাউন সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। এসময় ৯৫ টন চাল ও ট্রাক ভর্তি ২০ টন গম জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জেলার কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদের দুটি গোডাউনে অভিযান চালিয়ে সরকারি চাল ও গম পেয়ে গোডাউন দুটি সিলগালা করা হয়।

বিজ্ঞাপন

খাদ্য অদিদপ্তরের সিলযুক্ত সরকারি বরাদ্ধকৃত চাল স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গোডাউনে অবৈধভাবে মজুদ রেখেছেন এমন সংবাদ পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তারা। পরে তথ্য অনুযায়ী সংস্থাটির লক্ষ্মীপুরের পরিচালক মানিক চন্দ্র দে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় ফরিদের গোডাউনের সামনে ট্রাক ভর্তি ২০ টন গম ও গোডাউনের ভেতরে ৯৫ টন সরকারি চাল পেয়ে তার দুটি গোডাউন সিলগালা করা হয়। প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত রয়েছে বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

তবে এসময় সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে আমরা গোডাউন দু’টি সিলগালা করেছি। শীঘ্রই তদন্ত টিম গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।

গম গম জব্দ লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ চাল সরকারি চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর