Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারী লকডাউন: এলাকাবাসীর সহযোগিতার ওপর নির্ভর করছে বাস্তবায়ন


৩ জুলাই ২০২০ ১৪:৩৩

ঢাকা: জনসংখ্যার অনুপাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেশি থাকায় রাজধানীর ওয়ারীতে কার্যকর হতে যাচ্ছে লকডাউন। স্বাস্থ্য অধিদতর নির্দেশিত ম্যাপিংয়ের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় এই লকডাউন বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার (৪ জুলাই) থেকে ওয়ারীর আটটি এলাকায় পরবর্তী ২১ দিনের জন্য লকডাউন কার্যকর হবে।

বিজ্ঞাপন

লকডাউন বাস্তবায়নে সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদফতর, পুলিশ প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রশাসনগুলোও এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে। তবে লকডাউন বাস্তবায়ন নিয়ে শঙ্কাও রয়েছে। এ ক্ষেত্রে প্রশাসন দুইটি সমস্যা চিহ্নিত করেছে— প্রথমত, এলাকাটির আয়তন বিবেচনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি; এবং দ্বিতীয়ত, এলাকাটিতে প্রচুর ব্যবসায়ীদের বসবাস।

স্থানীয় প্রশাসন বলছে, লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থান নিশ্চিত করা যাবে কিংবা করা হবেও। কিন্তু বেশি এত ঘনবসতিপূর্ণ এই এলাকার রাস্তাঘাট জনশূন্য রাখা কঠিন হতে পারে। তবে এর চেয়েও চ্যালেঞ্জিং হবে এলাকার ব্যবসায়ীদের আটকে রাখা। কারণ তাদের কাছে ব্যবসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সামনে ঈদুল আজহা থাকায় সেই গুরুত্ব আরও বেড়েছে। ঈদের কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে চাইলে লকডাউন বাস্তবায়ন শঙ্কার মুখে পড়বে। তবে সবকিছু মিলিয়েও শেষ পর্যন্ত প্রশাসন লকডাউন বাস্তবায়নে বদ্ধপরিকর।

ওয়ারীতে লকডাউন বাস্তবায়নের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ মো. ইফতেখায়রুল ইসলাম সারাবাংলাকে বলেন, লকডাউন বাস্তবায়নে আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে। কিছু শঙ্কাও আছে। কারণ পূর্ব রাজাবাজারের তুলনায় এখানে জনসংখ্যা প্রায় দ্বিগুণ। এই এলাকার প্রবেশপথও ১৭টি। আমরা দুইটি পথ খোলা রেখে বাকিগুলো সিলগালা করে রাখব। তারপরও এত বেশি জনগণকে ঘরে আটকে রাখতে হলে আমাদের যে জনবল প্রয়োজন, তাতে কিছু ঘাটতি আছে। আবার ব্যবসায়ীরা যদি ঈদের দোহাই দিয়ে ব্যবসা চালিয়ে যেতে চান, তখন বড় মুশকিল হবে। এখন এলাকাবাসী আমাদের সহায়তা না করলে শুধু আইন প্রয়োগের মাধ্যমে লকডাউন বাস্তবায়ন করা খুব কঠিন হবে।

বিজ্ঞাপন

ডিসি ইফতেখায়রুল আরও বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশের ভুমিকাই মূখ্য। কারণ পুলিশ যেমন প্রবেশপথগুলোতে নিরাপত্তা দেবে, তেমনি বাসিন্দাদের সব ধরনের প্রয়োজন ও সমস্যা সমাধানেরও সমন্বয় করবে। কোথাও বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্য লাগবে কিংবা কোনো সেবা লাগবে, কোথাও হয়তো কারও জন্য স্বাস্থ্যসেবা লাগবে— সবকিছু সমন্বয় করব আমরাই। তবে চ্যালেঞ্জ থাকলেও আমরা আশাবাদী। আমাদের প্রত্যাশা, এলাকাবাসী আমাদের সহায়তা করবেন। আর তাহলেই লকডাউন বাস্তবায়ন করা সম্ভব হবে।

সরেজমিনে দেখা যায়, ওয়ারীর যেসব এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে খুব বেশি শঙ্কা নেই। সচেতনতারও অভাব দেখা গেল। প্রয়োজন-অপ্রয়োজনে অনেকেই দিব্যি ঘুরছেন রাস্তায়। দোকান-পাট, মার্কেট ও বিপণী বিতানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম। অনেকের মধ্যেই এমন মনোভাব দেখে এলাকার সচেতন নাগরিকরাই শঙ্কিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় নাথ। তিনি থাকেন ৩৭/এ নবাব স্ট্রিটে। তিনি সারাবাংলাকে বলেন, স্যালাইন কিনতে ফার্মেসিতে গিয়েছিলাম। কিন্তু মানুষের ভিড়ে দোকানে ঢোকাই দায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু দেখি, সব দোকানে ভিড় লেগেই থাকে। এসব দেখে মনে ভীষণ রাগ হয়। মনে হয় লকডাউন আরও আগে দেওয়া উচিত ছিল।

একই কথা বললেন র‌্যাংকিং স্ট্রিটের গলির মুখের একটি ব্যাংকের বুথের কর্মচারী রহমত শিকদার। তিনি সারাবাংলাকে বলেন, এলাকায় করোনা আক্রান্ত রোগী বেশি। কিন্তু তারপরও মানুষের মাঝে কোনো ভয়-ডর নেই। সারাক্ষণ মানুষের ভিড় লেগেই থাকে। শুনেছি শনিবার থেকে লকডাউন হবে। কিন্তু লকডাউন হলে কী আর না হলেই কী, মানুষদের ঘরে রাখাটা কঠিন হবে মনে হচ্ছে।

কথা হয় বিভিন্ন দোকান বা মার্কেটে থাকা ক্রেতাদের সঙ্গে। তারা অবশ্য বলছেন, ‘জরুরি প্রয়োজন’ আছে বলেই বের হয়েছেন তারা।

জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো সারাবাংলাকে বলেন, আমরা আমাদের প্রস্তুতি শেষ করেছি। এরই মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, নমুনা সংগ্রহের বুথ স্থাপনসহ যাবতীয় কাজ শেষ। লকডাউনের বিষয়ে মাইকিংও করা হচ্ছে। সেই সঙ্গে প্রাথমিকভাবে ১ হাজার বাসিন্দাকে খাদ্য সহায়তা দেওয়ার প্রস্তুতিও শেষ। কিন্তু এতকিছুর পরও যাদের জন্য লকডাউন, তাদের সহায়তাটা বেশি গুরুত্বপূর্ণ।

কাউন্সিলর সারোয়ার আরও বলেন, যারা প্রয়োজনে-অপ্রয়োজনে বাইরে যাওয়াটা অভ্যাসে পরিণত করেছেন, তাদের ঘরে আটকে রাখা কঠিন হবে, সন্দেহ নেই। কিন্তু আমরাও কঠোর থাকব। এরই মধ্যে সেনাবাহিনীর একটি দলেরও এলাকায় টহল দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পুলিশ-সেনাবাহিনী এবং আমাদের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে আমরাও এ চ্যালেঞ্জে সফল হওয়ার বিষয়ে আশাবাদী।

এই কাউন্সিলরও এলাকার ব্যবসায়ীদের নিয়ে শঙ্কার কতা জানালেন। বলেন, অনেক ব্যবসায়ী আমার কাছে পাস চেয়েছিল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য। কিন্তু তাদের উদ্দেশ্য পাস নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ নেওয়া। ফলে স্বেচ্ছাসেবী হিসেবে যাকে তাকে আমরা নিতে পারি না। এখন পর্যন্ত আমাদের যে প্রস্তুতি, আমরা ছাড় দিতে নারাজ।

ওয়ারী ওয়ারী লকডাউন ডিএসসিসি দক্ষিণ সিটি করপোরেশন রেড জোন স্থানীয় সরকার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর