জঙ্গি দমনে পুলিশকে সহযোগিতা করেছে গণমাধ্যম
৬ মার্চ ২০১৮ ২২:৪১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: সাম্প্রতিক সময়ে জঙ্গি দমন কার্যক্রমে গণমাধ্যম পুলিশকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনিবাহী কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের জঙ্গি দমন অভিযান গণমাধ্যমে ইতিবাচকভাবে প্রচার হয়েছে বলেই আমরা সফল হয়েছি। ক্রাইম রিপোর্টারদের সঙ্গে পুলিশের বিরাজমান পারস্পারিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে এক নতুন উচ্চতায় উপনীত হবে। সাংবাদিকদের লেখনির মাধ্যমেই জনগণ পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন।
অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মহসিন হোসেন, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম, অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মো. মনিরুজ্জামান, এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস, সিনিয়র জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান, ক্র্যাবের সহ-সভাপতি মাসুম মিজান, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক এম এম বাদশাহ্, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ আহমেদ, তথ্য ও গবেষনা সম্পাদক শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফ, খন্দকার হানিফ রাজা ও মোহাম্মদ জাকারিয়া।
সারাবাংলা/এসআর/এমআই