Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে যমুনার পানি, সিরাজগঞ্জে পানিবন্দি দেড় লক্ষাধিক মানুষ


৩ জুলাই ২০২০ ১৮:৪১

সিরাজগঞ্জ: একদিন বিরতি দিয়ে আবারও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪৬ এবং কাজিপুর পয়েন্টে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়ে পাঁচ উপজেলার প্রায় ৩৩ ইউনিয়নের ২১৬টি গ্রামের ১ লাখ ৫৯ হাজার ১৫৩ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে প্রায় ৩ হাজার ৫৬৫ হেক্টর জমির ফসল।

বিজ্ঞাপন

অপরদিকে, ঘর-বাড়ি ছেড়ে পানিবন্দি মানুষ বিভিন্ন বাঁধের ওপর আশ্রয় নিচ্ছে। সেই সাথে গবাদি পশু নিয়ে পড়েছে বিপাকে। গবাদি পশু নিয়ে একসঙ্গে রাত কাটাতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টা পানি আরও বাড়বে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘জেলার পাঁচ উপজেলার ৩৩ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার ২১৬টি গ্রামের ৩৪ হাজার ৬৮৪টি পরিবারের ১ লাখ ৫৯ হাজার ১৫৩ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬০টি ঘর-বাড়ি, সাড়ে ১৬ কিলোমিটার রাস্তা ও বাঁধ তলিয়ে গেছে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।’

টপ নিউজ পানিবন্দি মানুষ বন্যা পরিস্থিতি যমুনা নদী যমুনার পানি বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর