পাকিস্তানে ট্রেন-ভ্যান সংঘর্ষ, ১৯ শিখ তীর্থযাত্রীর মৃত্যু
৩ জুলাই ২০২০ ২০:৩৭
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার শেখুপুরা অঞ্চলে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে করাচি থেকে লাহোরগামী একটি ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষে অন্তত ১৯ শিখ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি।
এদিকে প্রাথমিকভাবে পাওয়া খবরের ভিত্তিতে এনডিটিভি জানাচ্ছে, শুক্র ভ্যানে ২৬ তীর্থযাত্রী ফিরছিলেন। একটি চলন্ত ট্রেন ওই ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। বাকিরা এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের নানকানা সাহিব শিখ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। প্রতিবছরই ভারত ও পাকিস্তান থেকে থেকে শিখ তীর্থযাত্রী সেখানে ব্রত পালন করতে যান। শুক্রবারের (৩ জুলাই) দুর্ঘটনায় আহত ও মৃতরাও ওই তীর্থস্থান থেকে ফিরছিলেন।
Pained by the tragic demise of Sikh pilgrims in Pakistan. My thoughts are with their families and friends in this hour of grief.
I pray that those pilgrims injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) July 3, 2020
অন্যদিকে, এই দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে গভীর শোক এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় মোদি জানিয়েছেন, এই দুর্ঘটনার খবরে তিনি অত্যন্ত মর্মাহত।