রেশমা হত্যার অভিযোগে স্বামী রবিন কারাগারে
৪ জুলাই ২০২০ ০৪:৩৩
ঢাকা: রাজধানীর ওয়ারীর গোয়ালঘাট এলাকায় রেশমা আক্তার নামে এক গৃহবধূর হত্যার অভিযোগের মামলায় স্বামী রবিন হোসেনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৩ জুলাই) তিন দিনের রিমান্ড শেষে রবিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই রনজিত সরকার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৯ জুন রবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৮ জুন ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের ষষ্ঠ তলা থেকে রেশমা (২০) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী রবিনকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ওয়ারী থানায় ওই গৃহবধূর বাবা মনু হাওয়ালাদার একটি হত্যা মামলা করেছেন।
রেশমা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বড় ফুলকচি গ্রামের মনু হাওলাদারের মেয়ে। স্বামী রবিন হোসেনের সঙ্গে ওয়ারী গোয়ালঘাট লেনের বাসার ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন। এই দম্পতির ৯ মাস বয়সী একটি সন্তান আছে।