Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার হয়নি, দুর্ভোগে এলাকাবাসী


৪ জুলাই ২০২০ ০৯:৩৮

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটায় আম্পানে ক্ষতিগ্রস্ত একটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না করায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। বৃষ্টি হলেই স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট পানি বেড়ে যায়। আশেপাশের খালগুলো পানিতে ভরে যায়। এতে প্রায় দুইশ বাড়িতে পানি ঢুকে পড়ে।

ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জানান, আম্পানের কারণে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বিভিন্ন জায়গা বিধ্বস্ত হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। ঝড়ের পর ইউএনও ও উপজেলা প্রকৌশলী ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেও গত একমাসেও সংস্কার বাবদ কোন বরাদ্ধ পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম বলেন, ‘ঝড়ে বিধ্বস্ত সড়ক সম্পর্কে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু সংস্কারের জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তা সংস্কার করা যায়নি।’

স্থানীয় বাসিন্দা কৃষক আব্দুর গফফার (৫৭) জানান, অতিরিক্ত পানি থাকায় আমন বীজ সঠিক সময়ে ক্ষেতে ফেলা সম্ভব হয়নি। ফলে ওই এলাকার কৃষকরা সারাবছরের আয় নিয়ে দুশ্চিন্তায় আছেন।

পিরোজপুর পিরোজপুরে সড়ক সংস্কার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর