Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মৃত পুলিশ কনস্টেবলের শরীরে করোনা শনাক্ত


৪ জুলাই ২০২০ ১৩:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবল আ ফ ম জাহেদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (৩ জুলাই) নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মইনুল ইসলাম।

মৃত আ ফ ম জাহেদ (৪২) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়।

করোনার উপসর্গ থাকায় গত ২৩ জুন থেকে কনস্টেবল জাহেদ চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় কোয়ারেনটাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ২৫ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন রাতে তাকে নগরীর দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই রাতেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এডিসি মইনুল ইসলাম জানান, ২৫ জুন দেওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদন না পেলেও মৃত্যুর পর আবারও নমুনা নেওয়া হয়। শুক্রবার রাতে জানানো হয়েছে, মৃত্যুর সময় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

সিএমপিতে এ পর্যন্ত ৩৬৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন।

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর