Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ২৯, নতুন শনাক্ত ৩২৮৮ জন


৪ জুলাই ২০২০ ১৪:৫০ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সারাদেশে গত ২৪ নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত ২৯ জন রোগীর মৃত্যু হয়েছে। ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৯৭ জনে। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত ৩ হাজার ২৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে আরও ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হন।

বিজ্ঞাপন

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ৩১ মে দেশের সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে চালু করা হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

করোনা করোনা মোকাবিলা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর