Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এরশাদ বিকেএসপি গড়ে সাকিবের মতো খেলোয়াড় তৈরিতে অবদান রেখেছেন’


৪ জুলাই ২০২০ ১৫:১৬ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৯:৪৪

জি এম কাদের

ঢাকা: শতাব্দীর সেরা ক্রিকেটারদের তালিকায় ওয়ানডেতে দ্বিতীয় এবং টেস্টে ষষ্ঠ স্থানে থাকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ।

শনিবার (৪ জুলাই) সাকিব আল হাসানকে জানানো অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। তিনি বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করে সাকিব আল হাসানদের মত বিশ্ব মানের খেলোয়াড় তৈরিতে অবদান রেখে গেছেন। বলতে গেলে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলো ছড়াতে শুরু করে।’

বিজ্ঞাপন

সাকিব আল হাসান আমাদের অহংকার উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘শতাব্দীর সেরা ক্রিকেটারদের তালিকায় নির্বাচিত হয়ে, তিনি আবারও বিশ্বের আসনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছেন। উদীয়মান ক্রিকেটারদের উদ্দীপ্ত করতে সাকিব আল হাসান অনুকরণীয় হয়ে থাকবে।’

নতুন প্রজন্মের ক্রিকেটাররাও আগামী দিনে বিশ্ব ক্রিকেটে নৈপূণ্য দেখিয়ে সেরাদের তালিকায় নাম লেখাবেন বলেও আশা প্রকাশ করেন জি এম কাদের।

অলরাউন্ডার সাকিব এরশাদ টপ নিউজ বিকেএসপি শতাব্দীর সেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর