‘আপত্তিকর’ কথোপকথন ফেসবুকে ভাইরাল, ইবি শিক্ষককে শোকজ
৪ জুলাই ২০২০ ১৫:৫১
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও এক ছাত্রীর ‘আপত্তিকর’ মোবাইল কথোপকথন ফেসবুকে ভাইরাল হয়েছে। ১৪ মিনিট ২৮ সেকেন্ড এবং ৯ মিনিট ২৪ সেকেন্ডের দু’টি অডিওতে ওই শিক্ষক বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রীর সঙ্গে অশ্লীল আলাপ করেছেন।
গত মঙ্গলবার এ অডিও ফাঁস হলে সমালোচনার ঝড় ওঠে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ছাত্রীর সঙ্গে শিক্ষকের অশ্লীল কথোপকথনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ওই শিক্ষককে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তার বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি এ ঘটনায় আইন অনুষদের ডিন অধ্যাপক হালিমা খাতুনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তবে ওই অডিওটি নকল দাবি করে ঝিনাইদহ থানায় জিডি করেছেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, ‘অডিওর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কণ্ঠ এডিট করে এই ঘৃণ্য কাজ করেছে।’