স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: শরীরের অতিরিক্ত ওজন বা মেদ কমিয়ে জীবনযাপন স্বাভাবিক করতে বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি ‘বেরিয়াট্রিক সার্জারি’। এতে অপারেশনের মাধ্যমে পাকস্থলির আকার কিছুটা কমিয়ে দেওয়া হয়। এ ধরনের সার্জারিতে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সফলতা মিলছে। সার্জারির পর ডায়াবেটিস রোগীরা ইনসুলিন ও ওষুধের ব্যবহার কমিয়ে দিচ্ছেন। এটিকে বেশ সম্ভাবনা হিসেবে দেখে চিকিৎসা বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মেটাবলিক সার্জারি’।
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সার্জারি করা হয়। তবে বাংলাদেশে এখনো চালু হয়নি। শিগগিরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শল্য চিকিৎসা চালু করে এ চিকিৎসা ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্যোগ নেবে ‘সোসাইটি অব ল্যাপারোস্কপিক সার্জারি’ (এসএলএসবি) নামক সংগঠন।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এসএলএসবি আয়োজিত ‘মেটাবলিক সার্জারি : এ নিউ হরাইজন অব ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস মিলিটাস’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ল্যাপারোস্কপিক সার্জন ও সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মতিউর রহমান বলেন, ‘এই অপারেশনের পর পাকস্থলীর খাদ্যগ্রহণ ক্ষমতা কমে উৎপন্ন গ্লুকোজের মাত্রাও কমে যায়। অপারেশনের ফলে হজম না হওয়া খাবার পৌস্টিক নালিতে যায়। যেখানে ইনক্রেটিন্স হরমোন নির্গত হয়। এই হরমোন রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে।’
এসএলএসবি এর সভাপতি বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন ও জাপান-বাংলাদেশ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম বলেন, ‘বাংলাদেশে ৭০ লাখের মতো ডায়াবেটিস রোগী। নরমাল ল্যাপারোস্কপি করেই আমরা এদেরে চিকিৎসা দিতে পারবো। এর জন্য প্রয়োজনীয় স্ট্যাপলার ডিভাইস একটু দামী হলেও, এই শল্য চিকিৎসাকে জনপ্রিয় করার প্রয়োজনীয় উদ্যোগ নেব।’
বিশেষ অতিথি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, `মেটাবলিক সার্জারি নামকরণে বিশেষ ভূমিকা রাখায় এ্যান্ডোস্কপিক অ্যান্ড ল্যাপারোস্কপিক সার্জনস অফ এশিয়ার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক পিটার গোহ এবং অধ্যাপক ডা. সরদার এ নাঈমের জন্য আমরা গর্বিত।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরের মনাস ইউনিভার্সিটির ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. পিটার গোহ, বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এইচ এম শামসুল আলম, এসএলএসবি এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম, সাধারন সম্পাদক অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. শেখ এম এ জাফর, অধ্যাপক ডা. সমিরন কুমার মন্ডল ও ডা. মো. আবুল কালাম চৌধুরী।
সারাবাংলা/আইএ /টিএম