Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ৯,৯৯৯ জন গর্ভবতী মা’কে সেবা দিয়েছে সেনাবাহিনী


৫ জুলাই ২০২০ ০২:০৯

চুয়াডাঙ্গায় গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে মাসব্যাপী ৯ হাজার ৯৯৯ জন গর্ভবতী মায়ের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বিশেষ স্বাস্থ্যসেবা দিয়েছে তারা।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন এই সময়ে ৯ হাজার ৯৯৯ জন গর্ভবতী মা’কে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ৪২ জনের করোনা পরীক্ষাসহ ১ হাজার ৭৭৪ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে।

৯ জুলাই পর্যন্ত এই বিশেষ স্বাস্থ্যসেবা চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গর্ভবতীদের চিকিৎসা ফ্রি চিকিৎসা বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর