জেলে বসে ডাকাতির পরিকল্পনা: ২ জন রিমান্ডে, একজন কারাগারে
৫ জুলাই ২০২০ ২২:৩০
ঢাকা: রাজধানীর শের-ই বাংলা থানার পান্থপথ এলাকায় একটি ওয়ালটন প্লাজার (এসটি) শোরুমে ডাকাতির অভিযোগের মামলায় গ্রেফতার সুমন ও রানাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে সাথী নামে আরেকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার (৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল তিন আসামিকে আদালতে হাজির করেন। সুমন ও রানার সাত দিনের রিমান্ড এবং সাথীকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি আসামি সুমন ও রানার একদিন করে রিমান্ড এবং সাথীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।
জানা যায়, বিভিন্ন সময় চুরি-ডাকাতির মামলায় গ্রেফতার হয়ে এ আসামিরা জেলে গিয়ে পরিচয় হয়। সেখানে বসেই বড় কোনো শোরুমে ডাকাতির পরিকল্পনা করেন। এরপর জেল থেকে বেরিয়ে রাজধানীর পান্থপথের ওয়ালটন শোরুমে ডাকাতি করেন তারা।
গত ২৩ জুন মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পান্থপথের ওয়ালটন প্লাজা শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওয়ালটন শোরুম টিম ম্যানেজার মো. রানা মিয়া পরদিন শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় তদন্তের ভিত্তিতে ঢাকার বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির কাজে অংশগ্রহণকারী ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রবিউল ইসলাম নামে এক ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমান তিনি কারাগারে আটক রয়েছেন।