Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগ‌ঞ্জের গাজী পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা ১৭ হাজার ছাড়িয়েছে


৬ জুলাই ২০২০ ০০:১৬

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ১৭ হাজার ২৩১টি করোনার নমুনা পরীক্ষা করা হয়।

রোববার (৫ জুলাই) গাজী পিসিআর ল্যাব থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনাক্তদের মধ্যে রয়েছেন ঢাকা, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এলাকার মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট ১৭ হাজার র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে।

এছাড়া গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করেছে গাজী গ্রুপ।

উল্লেখ্য, শুরুতে নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার কোনো পিসিআর ল্যাব ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নিজস্ব অর্থায়নে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজার উদ্যোগে রূপগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব’ উদ্বোধন করা হয়।

গত ২৯ এপ্রিল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) যৌথভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস গাজী পিসিআর ল্যাব নমুনা পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর