Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সিলেটে নার্সের মৃত্যু


৬ জুলাই ২০২০ ১৪:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: করোনায় মারা গেলেন সিনিয়র নার্স নাসিমা পারভীন। সোমবার (৬ জুলাই) সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাসিমা একই হাসপাতালের করোনা ইউনিটে কাজ করতেন।

নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে সিনিয়র নার্স নাসিমা গত তিন দিন আইসিইতে ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন নাসিমা পারভীন। করোনাকালীন সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বিজ্ঞাপন

নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আইসিইউ নার্স নাসিমা পারভীন