একদিনে আরও ৪৪ মৃত্যু, শনাক্ত ৩২০১ জন
৬ জুলাই ২০২০ ১৫:১১
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৯৬ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ৩ হাজার ২০১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
সোমবার (৬ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। করোনাক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত রোগী মারা যান ১৮ মার্চ।
করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি-বেসরকারি অফিস। এছাড়া সরকারঘোষিত সাধারণ ছুটি কয়েকদফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়।
৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস খুলেছে। তবে বন্ধ রাখা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোনো কোনো জায়গায় অনলাইনে পাঠদান কার্যক্রম চলছে।