শিক্ষার্থীদের বইয়ের মতো ইন্টারনেটও বিনামূল্যে দিতে হবে: জব্বার
৬ জুলাই ২০২০ ২২:২৮
ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘সবার জন্য ইন্টারনেট সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার প্রসার এবং মেধাবি জাতি তৈরিতে ইন্টারনেটকে ব্যয় নয়, এটিকে রাষ্ট্রের বড় বিনিয়োগ হিসেবে দেখতে হবে।’
সোমবার (৬ জুলাই) অনলাইনে প্রাইম ব্যাংক ও আইএসপিএবি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইতোমধ্যে দেশের ৫শ ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিওয়াই ফাইজোন চালু করেছি উল্লেখ করে তিনি বলেন, ‘ইন্টারনেট সার্ভিস দেশের বাড়ি বাড়ি পৌঁছানোর পর এই খাতটি শিল্প-বাণিজ্যে একটি অভাবনীয় খাতে পরিণত হবে।’ এছাড়া তিনি বলেন, ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্মীরা ডিজিটাল রূপান্তরে অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা পালন করছে। এই করোনা দুর্যোগকালেও তারা ঝুঁকি নিয়ে কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে গুরুত্ব দেওয়া। ইতোমধ্যে আমরা আমাদের মোট চাহিদার শতকরা ৫০ ভাগ মোবাইল উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা কম্পিউটারও উৎপাদন করছি। যারা মোবাইল উৎপাদন করছে কিংবা কম্পিউটার বানাচ্ছে আইএসপিএবির পাশাপাশি প্রাইম ব্যাংক তাদের পাশে থাকলে ডিজিটাল প্রযুক্তি বিকাশে ভূমিকা খুব ভালো কাজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
মোস্তাফা জব্বার ডিজিটাল অবকাঠামো বিনির্মাণে ২০১৮ সালে নির্বাচনি ইশতেহারের উল্লেখ করে বলেন, ‘আমরা ২০২১ সালে ৫-জি প্রযুক্তিতে প্রবেশের জন্য পথ নকশা তৈরি সম্পন্ন করেছি। তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযুক্তির জন্য ইতোমধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও রায়হান আহমেদ এবং আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম বক্তব্য রাখেন।
ইন্টারনেট ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মোস্তাফা জব্বার শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট