Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানি বাড়ায় হিলির আড়তে দাম কমছে কাঁচামরিচের


৭ জুলাই ২০২০ ০৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি (দিনাজপুর): হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে কাঁচামরিচের আমদানি। এতে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে। দুই দিন আগেও হিলির আড়তগুলোতে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এসব কাঁচামরিচ প্রতিকেজি ২১ টাকা শুল্ক দিয়ে আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক বাবলুর রহমান জানান, বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের আবাদ নষ্ট হয়েছে। তাই দেশে কাঁচামরিচের চাহিদা মেটাতে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে। আগের থেকে আমদানি বাড়ায় বন্দর এলাকায় দাম কমতে শুরু করেছে।

বিজ্ঞাপন

ঢাকা থেকে মরিচ কিনতে আসা পাইকার হেলাল ও রংপুর থেকে আসা গোলাম মোস্তফা জানান, ‘প্রতিবছর এই বন্দর থেকে আমরা মরিচ কিনি। আজকেও মরিচ কিনলাম।’ দাম কম হওয়ায় সোমবার (৬ জুলাই) মোস্তফা ছয় গাড়ি মরিচ কিনেছেন বলে জানান।

হিলি কাস্টমস সুত্রে জানা যায়, গত দুই কর্মদিবসে ভারতীয় ৩০ ট্রাকে ১৯০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩৮ লাখ ৮৪ হাজার টাকা।

কাঁচামরিচ কাঁচামরিচ আমদানি কাঁচামরিচের দাম কম হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর