২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুলের দারোয়ান গ্রেফতার
৭ মার্চ ২০১৮ ১৩:১০
ঢামেক করেসপন্ডেন্ট
ঢাকা : রাজধানীর নীলক্ষেতে একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দারোয়ান সালেহ আহমেদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা অভিযোগ করেন, মঙ্গলবার (৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে যায় তার মেয়ে। সেখান থেকে স্কুলের দারোয়ান সালেহ আহমেদ (৪০) তাকে ভয়ভীতি দেখিয়ে স্কুলের পেছনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। স্কুল শেষে শিশুটি বাসায় ফিরে এলেও কাউকে বিষয়টি জানায়নি। শিশুর মা কাপড় ধোয়ার সময় পোশাকে রক্তের দাগ দেখতে পায়। পরে মেয়ের কাছে জানতে চাইলে মেয়ে ঘটনাটি খুলে বলে।
পরে শিশুটির বাবা শাহবাগ থানায় গিয়ে অভিযোগ করলে থানা পুলিশ সন্ধ্যায় ওই দারোয়ানকে গ্রেফতার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মঙ্গলবার শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামি সালেহ আহমেদকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিএম/একে