দু’দিনের ব্যবধানে একই ব্যক্তির পজিটিভ ও নেগেটিভ ফলাফল
৭ জুলাই ২০২০ ১৩:৫২
জয়পুরহাট: দুইদিনের ব্যবধানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে একই ব্যক্তি দুই ধরনের রিপোর্ট পেয়েছেন। সোমবারের রিপোর্টে পজিটিভ আসলেও বুধবারের এসেছে নেগেটিভ। জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকার ওমপ্রকাশ আগরওয়ালা নামের এক সংবাদকর্মীর এ ঘটনা ঘটেছে। দুইদিনের ব্যবধানে এমন রিপোর্ট পেয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সংবাদকর্মী ওমপ্রকাশ আগরওয়ালা ২৯ জুন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন। বুধবার সহকর্মীদের সঙ্গে জয়পুরহাট প্রেসক্লাব ভবনে গিয়েও নমুনা দেন। সোমবার (৬ জুলাই) রাতে আক্কেলপুর হাসপাতাল থেকে একজন স্বাস্থ্যকর্মী তাকে করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
একইসঙ্গে জয়পুরহাট প্রেসক্লাবে দেওয়া নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। দুইদিনের ব্যবধানে একই ব্যক্তির পজিটিভ ও নেগেটিভ ফলাফল পেয়ে বিষ্ময় প্রকাশ করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি। তিনি বলেন, ‘এমনিতেই ১০ থেকে ১৫দিন পর নমুনার ফলাফল নিয়ে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছে। সেখানে এমন ফলাফল মানুষের মনে শঙ্কা আরও ঘণীভূত করবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি।
সংবাদকর্মী ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, ‘সোমবার পজিটিভ আর বুধবার নেগেটিভ ফলাফল পেয়ে কিছু বুঝতে পারছি না। তবে সাতদিন হোম আইসোলেশনে থাকার পর বগুড়ার টিএমএসএস বেসরকারি হাসপাতালে আরও একবার নমুনা পরীক্ষা করাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫১১ জন। সুস্থ হয়েছেন ২২৮ জন। নমুনা সংগ্রহ হয়েছে ৮ হাজার ১৯ এবং ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৭২২ জনের।